# মিলাদ হোসেন অপু :-
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারির আয়োজনে প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজহারুল আলমসহ প্রাণিসম্পদ অফিস ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের মাংসের চাহিদা, ডিমের চাহিদা ও দুধের চাহিদা মেটানো। সেই সাথে আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা মিটবে। আজকের আয়োজন আমাদের দেশের বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধ করবে। সারাদেশের ন্যায়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী প্রদর্শনী আয়োজন করা হয়েছে। সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচি পালন করা হবে।
এদিকে মেলা ঘুরে দেখা যায়, ৩০টি স্টল দিয়ে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। দেশী ও বিদেশি জাতের পশু-পাখিসহ ভেটেরিনারি সার্জনদের পশু চিকিৎসা সেবা কেন্দ্র দিয়ে সাজানো হয়েছে।
প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে প্রথম দিনে র্যালি ও আলোচনা শেষে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এছাড়াও সপ্তাহ ব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন, সকল ইউনিয়নে বিনামূল্যে গবাদিপশু, হাঁস-মুরগির কৃমিনাশক ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন, কৃত্রিম প্রজনন সেবা প্রদান, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন, সরকারি জব্বার জুট মিলস প্রাইমারি স্কুলে ফিডিং প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগীতা, প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ/নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও শেষ দিনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।