• বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে

মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
সাইভার আক্রমণ বেশি
হচ্ছে নারীদের বিরুদ্ধে

# নিজস্ব প্রতিবেদক :-
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জে মহিলা পরিষদ সংবাদ সম্মেলন করেছে। সেখানে বলা হয়েছে, বহুকাল আগে থেকেই নারীদের বিরুদ্ধে শারীরিক, মানসিক- নানা রকম হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। কিন্তু তথ্য প্রযুক্তি সহজলভ্য হওয়ার পর থেকে নারীদের বিরুদ্ধে অবলীলায় সাইভার আক্রমণ হচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষ সবাই সাইভার হামলার শিকার। তবে বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে। যে কারণে এবারের প্রতিপাদ্য করা হয়েছে, ‘অনলাইনে ও অফলাইনে, নিরাপত্তা চাই সবখানে’। এ ব্যাপারে সরকার, বিটিআরসি এবং ফেসবুক কর্তৃপক্ষের কঠোর ভূমিকা দাবি করা হয়।
আজ বুধবার দুপুরে কাজী নজরুল সড়কে সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। বক্তব্য রাখেন, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট হামিদা বেগম ও আন্দোলন সম্পাদক কামরুন নাহার।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, নারীদের জন্য সামাজিক পরিবেশ দিন দিন অসহনীয় হয়ে উঠছে। অনেকেই ফেসবুকে ফেক আইডি খুলে এআই ব্যবহার করে নারীদের নোংরা ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। কণ্ঠ নকল করে একজনের কথা অন্যজনের গলায় বসিয়ে দিয়ে সমাজে হানাহানি আর বিশৃংখলা সৃষ্টি করছে। পারিবারিক অশান্তি নামিয়ে আনছে। অথচ দেখা যায়, এসব ঘটনার সাথে ওই নারী কোন সম্পর্কই নেই। তথ্য প্রযুক্তির সহায়তায় এসব অপরাধীদের ধরে আইনের আনার জন্য নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিরোধ পক্ষে তরুণ প্রজন্ম ও নারী-পুরুষের সাথে মতবিনিময়, উঠান বৈঠক, ৯ ডিসেম্বর রোকেয়া দিবস পালনসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *