# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। পপি-ইসিএন প্রকল্পের উদ্যোগে ২৫ নভেম্বর মঙ্গলবার র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পপি সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে ও গৌরব মোদকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুনাব্বির হোসেন।
আলোচনা সভায় বক্তাগণ নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, আইনগত সহায়তা এবং সচেতনা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।