• বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ট্রেনে পুলিশকে মারধর ও টিটিইর সাথে অসদাচরণের ঘটনার মামলায় দুইজন যাত্রীকে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।
এর আগে ২৪ নভেম্বর সোমবার বেলা ১২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার রেলওয়ে জংশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আটককৃতরা হলো হবিগঞ্জের মাধবপুর থানার রসুলপুর গ্রামের ইটালী বাড়ির আব্দুল করিম মিয়ার ছেলে মো. বোরহান (২৭) ও মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণবাগ গ্রামের আহাদ মিয়ার ছেলে নাঈম হোসেন মুরাদ (২১)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর সোমবার বেলা ১১টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে টিকিট চেকিং এর কাজ করছিল ট্রেনে কর্মরত টিটিই ও পুলিশ সদস্যরা। এসময় বেলা ১২টায় চলন্ত ট্রেনটি নরসিংদীর মেথিকান্দা স্টেশন অতিক্রম করার সময় টিটিই ট্রেনে থাকা যাত্রী নাঈম হোসেন মুরাদের কাছে টিকিট দেখতে চাইলে সে টিকিট প্রদর্শন করতে পারেনি। টিকিট কাটতে বললে টিটিইর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে নাঈম। এসময় সাথে যোগ দেন আরেক যাত্রী বোরহানসহ তার সহযাত্রীরা। পুলিশ সদস্য মামুন মিয়াসহ অন্যান্য সদস্যরা বাগবিতণ্ডা না করার পরামর্শ দিলে পুলিশ সদস্যদের প্রতি চড়াও হয়। এক পর্যায়ে বোরহান ও নাঈমসহ তাদের সহযাত্রীরা টিটিইর সাথে অসদাচরণ করে ও পুলিশ সদস্য মামুন মিয়াকে মারধর করে। পরে ট্রেনটি বেলা ১২টা ৫৫ মিনিটে ভৈরব স্টেশনে আসলে ট্রেনের টিটিই ও পুলিশ সদস্যরা ভৈরব রেলওয়ে থানা পুলিশের সহায়তায় বোরহান ও নাঈমকে আটক করে। এদিকে মারধরে আহত পুলিশ কনস্টেবল মামুন মিয়াকে রেলওয়ে থানা পুলিশের সহায়তায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। এ ঘটনায় ২৪ নভেম্বর সোমবার রাতে ভৈরব রেলওয়ে থানায় আহত পুলিশ কনস্টেবল মামুন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে পুলিশ কনস্টেবল মামুন মিয়া বলেন, টিকিট বিহীন ঢাকা থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো ৬/৭ জন যুবক। টিটিই টিকিট দেখতে চাইলে তারা টিটিইসহ আমাদের উপর চড়াও হয়। একপর্যায়ে আমাকে মারধর করে। এসময় টিটিই আমাকে বাঁচাতে গেলে সেও আহত হয়। আমি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করেছি।
এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ বলেন, ট্রেনে মারধরের ঘটনার অভিযোগে দুইজন যাত্রীকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থেকে আটক করে থানায় আনা হয়। কুলাউড়া রেলওয়ে থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মামুন মিয়ার মামলায় বোরহান ও নাঈম নামের দুই যাত্রীকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *