• বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে দিন দিন বেড়েই চলেছে চুরির উপদ্রব। আতঙ্কে রয়েছে ভৈরবের ব্যবসায়ীরা। আজ ২৫ নভেম্বর মঙ্গলবার রাত ৩টা ৪২ মিনিটে পৌর শহরের রাজ কাচারি রোড এলাকায় বাদল ইলেক্ট্রনিক ও হিরা মুক্তা ইলেকট্রিক দোকানে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এসময় চোর দুই দোকান থেকে বেশ কিছু ইলেকট্রিক সরঞ্জাম ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজ থাকা সত্বেও কে এই দুই দোকানে চুরি করেছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাদল ইলেকট্রিক দোকান মালিক বাদল মিয়া বলেন, প্রতিদিনের মতো ২৪ নভেম্বর রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে যায়। আজ ২৫ নভেম্বর মঙ্গলবার সকালে দোকানের কর্মচারীর মাধ্যমে জানতে পারি আমার দোকানসহ পাশের দোকানে চুরি হয়েছে। তৎক্ষণাৎ এসে দেখি আমার দোকানে চালা কেটে রাত ৩টা ৪২ মিনিটে একটি চোর দোকানে ঢুকে কিছু ইলেকট্রিক সরঞ্জাম ও কিছু নগদ টাকা নিয়ে গেছে।
তিনি আরো বলেন, আমি এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছি। সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছি। পুলিশ আমার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ ও বাজারের রাস্তায় থাকা সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তদন্ত করলেই দ্রুত চোরটিকে শনাক্ত করা যাবে।
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহনেওয়াজ মিয়া বলেন, আমার দোকানে একটি বিকাশের দোকানের অংশ ছিল। সেখানে প্রায় ৭০ হাজার টাকার রিচার্জ কার্ড ও কিছু নগদ টাকা ছিল। এছাড়াও আমার ড্রয়ার থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি ট্যাবসহ কিছু নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।
এদিকে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, চোরটির পড়নে ছিল সাদা শার্ট ও মুখ বাধা ছিল। সে প্রথমে প্রতিষ্ঠানে ঢুকেই সিসি ক্যামেরাগুলো ভাঙতে চেষ্টা করে। পরে চুরির ঘটনা ঘটিয়েছে।
এদিকে এ ঘটনার পর আতঙ্কে রয়েছে রাজ কাচারি রোড এলাকার একাধিক ব্যবসায়ী। তাদেরও রয়েছে টিনের চালার দোকান। এ বিষয়ে পার্শ্ববর্তী ব্যবসায়ী মানিক মিয়া বলেন, প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবো। দুইদিন যেতে না যেতেই ভৈরব বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি হচ্ছে। আমরা ব্যবসায়ীরা প্রশাসনের কঠোর তদারকি আশা করছি।
শহর ফাঁড়ি ইনচার্জ ইমাম আল মেহেদী বলেন, আমি চুরির বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *