• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

কেন্দ্রীয় জামায়াত নেতা মতিউর রহমান, বন্দি বিনিময় চুক্তি অনুসারে ভারত দণ্ডিত হাসিনাকে ফেরত দিতে বাধ্য

কেন্দ্রীয় জামায়াত নেতা মতিউর রহমান
বন্দি বিনিময় চুক্তি অনুসারে ভারত
দণ্ডিত হাসিনাকে ফেরত দিতে বাধ্য

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর জেলা রুকন সম্মেলনে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, বন্দি বিনিময় চুক্তি অনুসারে ভারত মৃত্যুদণ্ডে দণ্ডিত হাসিনাকে ফেরত দিতে বাধ্য। তা না হলে ইন্টারন্যাশনাল রীতিনীতি অনুসারে চুক্তির ভায়োলেশন হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী দণ্ডিত আসামীকে আটকে রাখার সুযোগ নেই। এটা ভারতের জন্য একটা অগ্নি পরীক্ষা। জেলা জামায়াতের আমীর কিশোরগঞ্জ-৫ আসনের দলীয় এমপি প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে শুক্রবার সকালে শহরতলির একটি পার্কে অনুষ্ঠিত রুকন সম্মেলনে মতিউর রহমান আকন্দ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাসিনার রায় ট্রাইবুনালের প্রথম রায়। এতে একটি মেসেজ বিশ্বের সর্বত্র চলে গেছে, ১৫ মাসের মাথায় হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে রেখে যাওয়া এডমিনিস্ট্রশন থাকা অবস্থায় একটি সিস্টেমের ওপর বসে নিউট্রালিটি মেইনটেইন করে একটি বিচার পরিচালনা করা হয়েছে। তাতে হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। এতে আরও একটি মেসেজ সর্বত্র চলে গেছে, ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার করে কেউ ছাড় পাবেন না। এটা সবার জন্য একটা শিক্ষা হবে। সামনে আরও রায় হয়ে যাবে।
মতিউর রহমান আকন্দ বলেছেন, ৩১টি রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এটা একটা অসাংবিধানিক স্টেপ। এটাকে যদি বৈধতা দিতে হয়, তাহলে জনগণের সমর্থন নিতে হবে। তা না হলে এই সরকার গঠন যেমন অবৈধ হবে, এই সরকারের সকল সিদ্ধান্ত অবৈধ হবে, ফেবয়ারিতে যে নির্বাচনের ঘোষণা করেছে, সেটা অবৈধ হবে। এর জন্যই নির্বাচনের আগে গণভোট দরকার। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসররা আরেকটি রাষ্ট্রের সহযোগিতা নিয়ে বলবে, ৫ আগস্টের পর সব কর্মকাণ্ড অবৈধ। এর হাত থেকে বাঁচার জন্যই গণভোট দরকার।
তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, প্রধানমন্ত্রীর হাতে দুদক ও মানবাধিকার কমিশনে নিয়োগের বিধান থাকতে পারবে না। তাহলে প্রধানমন্ত্রী বা মন্ত্রী-এমপিরা দুর্নীত করলে, মানবাধিকার লংঘন করলে বিচার করা যাবে না। সেটা প্রতিপক্ষের বন্ধুরা মানতে চান না। তারা প্রচার করে, জামায়াত নির্বাচন চায় না। অথচ জামায়াতই প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দাবি করে তিনি বলেন, যদি কেউ কেন্দ্র দখল করতে চায়, তাহলে নির্বাচন কমিশনের অঙ্গীকার অনুযায়ী সেই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে পরবর্তীতে আবার ভোট নিতে হবে। তিনি ৮টি ইসলামী দলসহ আরও সমমনা দল নিয়ে নির্বাচন করে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় রুকন সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক, কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ডা. কর্ণেল (অব.) জেহাদ খান, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট শেখ রোকন রেজা, কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী মাওলানা কবির হুসাইন ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।
রুকন সম্মেলনে কিশোরগঞ্জ জেলা থেকে একজন পুরুষ মজলিশে শূরা সদস্য এবং কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলা থেকে একজন মহিলা মজলিশে শূরা সদস্য নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়। এতে কোন প্রার্থী ছিলেন না। ৭৫৩ জন পুরুষ ও মহিলা রুকন একটি নির্ধারিত হলুদ কাগজে পছন্দের ব্যক্তির নাম লিখে ভোটগুলি স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলেছেন। ভোটগুলো কেন্দ্রে পাঠানো হলে সেখান থেকে নির্বাচিত দুই শূরা সদস্যের নাম ঘোষণা করা হবে বলে দলের নেতারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *