# এম.আর রুবেল :-
ভৈরবে সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
আজ রোববার দুপুরে শহরের কমলপুর ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে সামাজিক নিরাপত্তা ও মানবিক ভৈরব গড়ার প্রত্যয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবেন। তার ফলশ্রুতিতে আজকের এই হিন্দু ধর্মাবলম্বী লোকজনদের সাথে এ সভার আয়োজন করা হয়।
শ্রী শ্রী গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মো. শরীফুল আলম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান, ভৈরব উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দীপক চন্দ্র দাস।
মতবিনিময় সভায় ভৈরব পৌরসভা ও সাত ইউনিয়ন থেকে প্রায় দুই হাজার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম বলেন, ভৈরব সব ধর্মের মানুষের মিলনস্থল। সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে ভৈরবের প্রতিটি মানুষের নিরাপত্তা, ধর্মীয় উৎসবের স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার প্রথম লক্ষ। হিন্দু সম্প্রদায়ের যেসব মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান অবহেলিত রয়েছে, সেগুলোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজনীতির মূল শক্তি মানুষ। কারও অধিকার হরণ নয়, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতিতেই বিএনপি বিশ্বাসী। সকল সম্প্রদায়ের শান্তি ও সহাবস্থান রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।
সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন, মন্দির উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমস্যাগুলো তুলে ধরেন।
সব শেষে প্রধান অতিথি সবার সহযোগিতা কামনা করে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার আহবান জানান।