# মো. আল আমিন টিটু :-
ভৈরবে স্বনামধন্য প্রতিষ্ঠান মাদরাসা জামালুস সুন্নাহ-এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ইসলাহী মাহফিল সম্পন্ন হয়েছে। ৩ নভেম্বর সোমবার শহরের মাদরাসা সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে বয়ান করেন, কুতুবে আলম, আরেফ বিল্লাহ, রুমিয়ে যামানা, তরজুমানে আকাবীর শায়খুল হাদিস-শায়খুল উলামা আল্লামা শাহ আব্দুল মতীন বিন হুসাইন (পীর সাহেব, ঢালকানগর, ঢাকা)।
ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল সাহেব এর সভাপতিত্বে ইসলামি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার প্রধান মুফতী মুহসিনুল করিম কাসেমী, ভৈরব ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, কমলপুর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতী মাহমুদুল হাসান কাসেমী, ভৈরব বাজার শাহী মসজিদের খতিব মুফতী ওমর ফারুক। এছাড়াও আল্লাহ ও রাসুল নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন, কমলপুর মাদরাসার মুহাদ্দিস ও মাদরাসা জামালুস সুন্নাহ এর প্রতিষ্ঠাতা, পীরে কামেল মাওলানা জহিরুল ইসলাম। মাহফিলে আলেম, ওলামা এবং মাদরাসা ছাত্র-শিক্ষকসহ ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বয়ান শেষে দেশের মঙ্গল কামনার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইসলাহী মাহফিল।