উত্তম চরিত্র বলতে বুঝায়, দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকে এমন একটি নীতি ও আদর্শের ভিত্তিতে পরিচালিত করা যা স্বয়ং আল্লাহ তায়ালা তাঁর প্রিয় নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কেননা রাসূল (সা.) ছিলেন সকল প্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। বন্ধু ও শত্রু সকলের মুখে সমভাবে তাঁর অনুপম চরিত্র মাধুর্যের প্রশংসা বর্ণিত হয়েছে। এমনকি কঠোর প্রতিপক্ষ আবু সুফিয়ান পর্যন্ত সম্রাট হিরাক্লিয়াসের সম্মুখে অকুণ্ঠ চিত্তে তাঁর সততা, আমানতদারীতা ও সচ্চরিত্রতার উচ্চ প্রশংসা করেছে। নবুয়ত-পূর্ব জীবনে সকলের নিকটে প্রশংসিত হিসাবে তিনি ছিলেন আল-আমীন (বিশ্বস্ত), আর নবুয়ত পরবর্তী জীবনে চরম শত্রুতাপূর্ণ পরিবেশেও তিনি ছিলেন ধৈর্য ও সহনশীলতা, সাহস ও দৃঢ়চিত্ততা, দয়া ও সহমর্মিতা, পরোপকার ও পরমত সহিষ্ণুতা, লজ্জা ও ক্ষমাশীলতা প্রভৃতি অনন্য গুণাবলীর জীবন্ত প্রতীক। তাইতো মহান আল্লাহ রব্বুল আলামীন নিজে তাঁর সম্পর্কে বলেন, “আর অবশ্যই আপনি সুমহান চরিত্রের অধিকারী।” (সূরা কলম: ৪)
উত্তম চরিত্রের গুরুত্ব: আল্লাহ তায়ালার প্রিয় বান্দাদের অন্তর্ভূক্ত হওয়ার জন্য উত্তম চরিত্রের অধিকারী হওয়া অতীব জরুরী। হাদীসে এসেছে, রাসূল (সা.) বলেছেন, তুমি যখন যেভাবেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে। আর মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক কাজ করবে। কেননা নেক কাজ মন্দকে মুছে ফেলে। আর মানুষের সাথে ভালো ব্যবহার করবে। (তিরমিযি: ১৯৮৭)
রাসূল (সা.) নিজে গুণাহমুক্ত হয়েও নিজের চরিত্র সুন্দর করার তৌফিক অর্জনের জন্য আল্লাহর নিকট দুআ করতেন। যেমন তিনি দুআতে বলতেন, “আল্লাহুম্মা আহছানতা খালক্বী, ফাহাছ্ছিন খুলুকী” অর্থাৎ হে আল্লাহ! তুমি আমার গঠন ও আকৃতি যেরকম সুন্দর করেছ, আমার চরিত্রকেও অনুরূপ সুন্দর কর। (বুলুগুল মারাম: ১৫৩৭)
একদিন রাসূল (সা.) কে প্রশ্ন করা হয়েছিল যে, কোন জিনিসের বদৌলতে বেশিরভাগ লোক জান্নাতে প্রবেশ করবে। তিনি বললেন, তাক্বওয়া বা আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্রের কারণে। (ইবনে মাজাহ: ৪২৪৬)
রাসূল (সা.) আরো বলেন, “আমি উত্তম চরিত্রের পূর্ণতা প্রদানের জন্য প্রেরিত হয়েছি।” (মিশকাত: ৫০৯৬) উল্লেখিত হাদীস গুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে, উত্তম চরিত্রের গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম।
উত্তম চরিত্রের ফজিলত: উত্তম চরিত্রের গুরুত্বের মত এর ফজিলতও অনেক। যেমন-
১। পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়। রাসূল (সা.) বলেন, তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ মুমিন হলো সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি। আর যেই সকল লোক নিজেদের স্ত্রীদের নিকট উত্তম তারাই তোমাদের মধ্যে অতি উত্তম। (সিলসিলা সহীহা: ২৮৪)
২। সালাত ও ছিয়াম পালনকারীর সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। হাদীসে এসেছে, নিশ্চয়ই মুমিন ব্যক্তি উত্তম চরিত্রের মাধ্যমে নিয়মিত ছিয়াম রাখা ও তাহাজ্জুদ আদায় করার মর্যাদা লাভ করে। (আবু দাউদ: ৪৮০০)
৩। মহানবী (সা.) এর নৈকট্য অর্জন হবে। রাসূল (সা.) বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার নিকট বেশি প্রিয় হবে এবং আমার মজলিসের বেশি নিকটবর্তী তারাই থাকবে যারা তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী হবে।
(তিরমিযি: ২০১৮)
৪। পরকালে নেকীর পাল্লায় সবচেয়ে ভারী হবে। হাদীসে এসেছে, কিয়ামতের দিন উত্তম চরিত্রের চেয়ে অন্যকিছু মিযানের পাল্লায় বেশি ভারী হবে না। (তিরমিযি: ২০০৩)
৫। জান্নাতের মধ্যে ঘর পওয়া যাবে। আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, যেই ব্যক্তি তার চরিত্র সুন্দর করবে আমি জান্নাতের উচ্চ মাক্বামে তার জন্য ঘরের জামিনদার হব। (আবু দাউদ)
উপসংহার: মানব জীবনে আখলাকের গুরুত্ব অপরিসীম। মানুষের উন্নতি-অবনতি, উত্থান-পতন, মান-সম্মান ইত্যাদি অনেক কিছুই আখলাকের উপর নির্ভর করে। উত্তম চরিত্রের মাধ্যমেই মানুষ মনুষ্যত্বের চুড়ান্ত মানে উন্নীত হতে পারে। উত্তম চরিত্র হল পরকালে মুক্তির উপায়। ইসলামের অপরিহার্য ইবাদত পালন করা সত্তেও পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে এবং জান্নাত লাভ করতে আখলাকে হাসানাহ তথা উত্তম চরিত্রের কোন বিকল্প নেই। কাজেই প্রতিটি মানুষের উচিত উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী করুন। আমীন
প্রচারে : আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
জুমার বয়ান পেতে ইউটিউবে সার্চ দিন
আল- শেফা জেনারেল হাসপাতাল (প্রাঃ), কমলপুর, ভৈরব।