# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের দুর্গম হাওর উপজেলা নিকলীর নতুন বাজারে গড়ে উঠেছে মাছের বিশাল আড়ত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওরের মিঠা পানির স্থানীয় জাতের নানা প্রজাতির প্রচুর মাছ আসে এই বাজারে। এসব মাছ কমিশনের বিনিময়ে ১৭টি আড়তের মাধ্যমে বিক্রি হয় খুচরা বিক্রেতা আর পাইকারী ব্যবসায়ীদের কাছে। আর এসব মাছ কিছু বিক্রি হয় নতুন বাজারসহ জেলার বিভিন্ন হাটবাজরে। বড় পাইকারি ব্যবসায়ীরা কিছু মাছ বরফ দিয়ে সংরক্ষণ করে নিয়ে যান ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় বড় শহরে।
ওই নতুন বাজারে দেখা গেছে, স্থানীয় জেলে আর জলমহালের ইজারাদাররা টমটম দিয়ে প্রচুর মাছ নিয়ে আসছেন এই বাজারে। বিস্তৃত পাকা মেঝেতে ঢেলে দেওয়া হচ্ছে এসব মাছ। এরপর জাত অনুযায়ী মাছগুলো পৃথক পৃথকভাবে সাজিয়ে রাখা হচ্ছে। এসব মাছ আড়তের প্রতিনিধিরা নিলামের ডাকের মত ‘৫০০ টাকা এক, ৫০০ টাকা দুই, ৫২০ টাকা এক, ৫২০ টাকা দুই’ ডাক দিয়ে দিয়ে মাছগুলো খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। সর্বোচ্চ দামে যিনি কিনছেন, তাকে মাছগুলো ওজন দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। দেখা গেছে আকারভেদে বোয়াল বিক্রি হয়েছে ৪০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। বাইম বিক্রি হয়েছে আকারভেদে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। চিতল বিক্রি হয়েছে আকারভেদে ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। বেলে মাছ বিক্রি হয়েছে আকারভেদে ৫০০ থেকে এক হাজার টাকা কেজি দরে। টেংরা বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে। গুড়া চিংড়ি বিক্রি হয়েছে ৫০০ টাকা কেজি দরে। আর মাঝারি গলদা চিংড়ি বিক্রি হয়েছে ১২শ’ টাকা কেজি দরে। শোল মাছ বিক্রি হয়েছে আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে। পাঁচমিশালি গুড়া মাছ বিক্রি হয়েছে ৩০০ টাকা কেজি দরে। আবার কিছু স্থানীয় নারী শ্রমিককে দেখা গেছে, মজুরির বিনিময়ে পাঁচ মিশালি মাছ থেকে জাত অনুযায়ী মাছগুলো আলাদা করছেন।
নিকলী উপজেলার মহরকোণা গ্রামের খুচরা মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, তিনি প্রায় প্রতিদিনই নদী থেকে মাছ কিনে নিয়ে এসে এই বাজারে বিক্রি করেন। এখন কার্তিক মাস। এই সময়ে প্রচুর স্থানীয় জাতের মাছ পাওয়া যায়। নিকলী সদরের খলিলুর রহমান জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে হাওরের তাজা মাছ পাওয়া যায়। কোন কোন মাছ বাজারে আনার পরও লাফাতে থাকে। বেসরকারি চাকুরিজীবী ফরিদুল আলম জানান, তিনি জেলা সদর থেকে প্রতিদিন নিকলীর কর্মস্থলে আসেন। যাবার সময় তরতাজা মাছ কিনে নিয়ে যান। এসব মাছ শহরের মাছের তুলনায় সুস্বাদু এবং দামেও কিছুটা সাশ্রয়ী। বহু চাকরিজীবী ও এলাকাবাসীকে এই হাটে মাছের জন্য ভিড় করতে দেখা গেছে।
মায়ের দোয়া মৎস্য আড়তের প্রতিনিধি হামিদুল হক জানান, এখানে বিভিন্ন জলমহালের মালিকরা যেমন মাছ নিয়ে আসেন, জেলেরাও মাছ নিয়ে আসেন। বছরের এই সময়টাতে মাছের আমদানি বেশি থাকে। এই হাটে এখন দৈনিক কোটি টাকার ওপরে মাছ বিক্রি হচ্ছে বলে তিনি জানালেন। হাজী আবু বাক্কার মৎস্য আড়তের প্রতিনিধি হাফিজ উদ্দিনও জানান, এই হাটে প্রচুর মাছের আমদানি হয়। এসব মাছ নতুন বাজারের ১৭টি আড়তের মাধ্যমে খুচরা বিক্রেতা আর পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।