অনন্যা ক্লাসিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে আছে -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে অনন্যা ক্লাসিক নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কেই নিহত না হলেও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম। তিনি জানান, ১ নভেম্বর শনিবার সকালে জেলা শহরের গাইটাল বাস টার্মিনাল থেকে বাসটি ঢাকায় যাওয়ার পথে জেলা কারাগারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২০ জন আহত হলেও কারও অবস্থাই গুরুতর নয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানিয়েছেন, তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করেছেন। হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত বাসটি উদ্ধারের চেষ্টা চলছিল।