# মো. নাঈমুজ্জামান নাঈম :-
২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচি চলাকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের গুলিতে নিহত ছয়সূতী ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ’র দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে ছয়সূতী খেলার মাঠে ছয়সূতী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল-এর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম প্রমুখ।
এছাড়া আরও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, উপজেলা কৃষকদলের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েতুল্লাহ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরশ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তরিকুল ইসলাম বিপ্লব, ছয়সূতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার ও যুবদলের সভাপতি ইমরান হোসেন শাকিল এবং ছয়সূতী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জামান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন রতন।
বক্তারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনকালে ২০২৩ সালের ৩১ অক্টোবর ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ গুলি চালিয়ে কৃষকদল নেতা বিল্লাল হোসেন ও ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহকে হত্যা করে। তাদের এই হত্যাকাণ্ডে বিল্লালের তিন সন্তান ও রেফায়েত উল্লাহ’র শিশুসন্তান আজ এতিম হয়েছে।
বক্তারা এসময় এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।
সভায় নিহত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।