# রাজীবুল হাসান :-
ভৈরবে দেড় শতাংশ জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষে হামলায় বৃদ্ধসহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলো, হেলাল কাজী (৭৫), জালাল কাজী (৮৫), ফাতেমা (৬৫), শাহানা (২৫) ও মিষ্টু কাজী (৭৫)।
২৯ অক্টোবর বুধবার রাত ৮টায় ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি পূর্বকান্দা এলাকার কাজী বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ২৯ অক্টোবর ভৈরব উপজেলার গজারিয়ার ইউনিয়নের মানিকদি পূর্বকান্দার কাজী বাড়ির হেলাল কাজীর সাথে একই বাড়ির বাসিন্দা মিরাশ কাজী, কবির কাজী (৪৫), খোকন কাজী (৪০), রবিন কাজী (২০)। তাদের মধ্যে বসত বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ চলছে। এই বিরোধকে মিমাংসার জন্য তারা শালিশের ডাক দেন। শালিশ চলাকালীন তর্কাতর্কির জেরে মিরাশ কাজীর নেতৃত্বে দেশীয় অস্ত্র হকিস্টিক, লোহার রড, বাশের লাঠি ইত্যাদি অস্ত্র নিয়ে হেলাল কাজীর উপর হামলা চালিয়ে মারধোর করে গুরুতর আহত করে। এসময় তাঁর ডাক চিৎকার শুনে মিন্টু কাজী, ফাতেমা এবং শাহানা তাকে বাঁচাতে আসলে তাদেরকেও মারধোর করে আহত করে। পরে তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ভুক্তভোগী আহত রোগী হেলাল কাজী বলেন, আমাদের বাড়ির চাচাতো ভাই মিরাশ কাজী ও কবির কাজীর সাথে দেড় শতাংশ জায়গা নিয়ে বিরোধ চলছিলো। এই ঘটনায় কয়েকদিন পূর্বে আমিনের মাধ্যমে জায়গা মেপে সীমানা নির্ধারণ করা হয়। এরপর তারা সীমানা নির্ধারণ না মেনে আমার বড় ভাইয়ের সাথে তর্কে জড়ান। এই ঘটনায় পরদিন রাতে শালিসের কথা বলে তাদের ঘরে ডেকে নিয়ে যায়। পরে তারা আমাদের সাথে কথা কাটাকাটির জেরে আমাকে মারধোর করে আহত করে। এরপর আমাকে বাঁচাতে অন্যরা আসলে তাদেরকেও মারধোর করে আহত করে। এই ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছি।
আহত রোগী হেলাল কাজীর ছেলে সাব কাজী বলেন, আমরা কেউ বাড়িতে থাকি না। জীবিকার তাগিদে বাড়ির বাহিরে থাকতে হয়। এই সুযোগে র্প্বূ পরিকল্পনা করে রাতের বেলায় দরবারের কথা বলে আমার বাবাসহ ৫ জনকে মারধোর করে গুরুতর আহত করেছে। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রোহানী জানান, ঘটনাটির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।