# মো. নাঈমুজ্জামান নাঈম :-
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। ১ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান জাতীয় পতাকা এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সমবায় পতাকা উত্তোলন করেন। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তী ধাপে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
সভাটি সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুশফিকুর রহমান।
সভায় উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, আমাদের সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর সভাপতি মোহাম্মদ মুছা মিয়া, কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সম্পাদক মন্ট্র বিহারী ঘোষ, কুলিয়ারচর প্রেসক্লাবের আহ্বায়ক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম এবং বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি ফারজানা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় হচ্ছে একতার প্রতীক। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সমবায় কার্যক্রমের বিকল্প নেই। সকলে মিলেই “সাম্য ও সমতায়” গড়ে তোলা সম্ভব এক সমৃদ্ধ বাংলাদেশ।
অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলার বস্ত্র উৎপাদন মুখী সমবায় সমিতিসহ সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ১০টি সমিতিকে উপস্থিত অতিথিবৃন্দের মাধ্যমে বিশেষ উপহার প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের নেতা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।