# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের তিন শ্রমিককে তিন ঘণ্টা অবরুদ্ধ রেখে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাজারের পুষ্প প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, পুষ্প প্লাজার দ্বিতীয় তলার একটি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক রাসেল আহমেদ, রায়হান চৌধুরী ও সানি আলম দৈনন্দিন কাজ করছিলেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ও হিলচিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ১০-১২ জন সেখানে গিয়ে জোরপূর্বক ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। শ্রমিকরা অস্বীকৃতি জানালে তাদের হুমকি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হিলচিয়া বাজারস্থ একটি স্টুডিওতে নিয়ে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়।
স্থানীয় বহু বাসিন্দা জানান, সাদ্দাম হোসেন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি, সংখ্যালঘুদের ওপর নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িত। এসব কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দেন কাউছার আহমেদ। এতে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হিলচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মামনুর রহমান পুটন বলেন, ওরা সেখানে গিয়েছিল—এটা সত্য। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হিলচিয়া ইউনিয়ন যুবদলের নেতা মো. হামিদ বলেন, শ্রমিকদের আটক করে চাঁদা দাবি করা কোনো নতুন ঘটনা না। এর আগেও রফিকুল নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষ টাকা চাওয়া হয়। পরে চাঁদা না পেয়ে তার বালু তোলার পাইপ কেটে দেওয়া হয়। অনেক ভুক্তভোগী সেনা ক্যাম্প ও থানায় অভিযোগ দিয়েছেন।
স্বেচ্ছাসেবক দলের নেতা কাউছার ও সাদ্দামদের বিষয়ে হিলচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোবারক হোসেন বলেন, তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ ও দলের সত্যিকারের কর্মীরা বিব্রত। দলের শৃঙ্খলা রক্ষার্থে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা জরুরি।
বাজিতপুর যুবদলের নেতা আকাশ আহমেদ বলেন, এ ধরনের অপরাধী দলের নাম ব্যবহার করে সন্ত্রাস করে। আমরা চাই আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
অভিযুক্ত কাউছার আহমেদ ও সাদ্দাম হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা রিসিভ করেননি।
এ বিষয়ে বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।