• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ভৈরবে জরুরি দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ৩২ বছরের পুরনো পুকুর দখলের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্ধ ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক করিমগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের প্রতীক বরাদ্দ বাজিতপুরে নারীর অধিকার ও ক্ষমতায়নে তারেক রহমানের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা

প্রস্তাবিত সার ডিলার নিয়োগের নীতিমালা নিয়ে কৃষি উপদেষ্টাকে বিএফএ নেতাদের স্মারকলিপি

বিএফএ নেতারা দাবিনামা সংবলিত স্মারকলিপি প্রদান করছেন -পূর্বকণ্ঠ

প্রস্তাবিত সার ডিলার নিয়োগের
নীতিমালা নিয়ে কৃষি উপদেষ্টাকে
বিএফএ নেতাদের স্মারকলিপি

# মোস্তফা কামাল :-
সরকার বিসিআইসির সার ডিলার নিয়োগ ও সার বিতরণের লক্ষে সমন্বিত নীতিমালা-২০২৫ প্রস্তাব করেছে। সার ব্যবহারের বর্তমান ভরা মৌসুম শেষে অংশিজনদের সাথে আলোচনা করে নতুন নীতিমালা কার্যকরের দাবিতে কিশোরগঞ্জে বিসিআইসির জেলা ডিলার সমিতি (বিএফএ) জেলা প্রশাসনের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবরে স্মারলিপি দিয়েছে। তাদের দাবি আমলে না নিলে কৃষি উৎপাদন ব্যাহত হয়ে দেশে এক ধরনের নৈরাজ্যের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে স্মারকলিপিতে।
১৪ অক্টোবর মঙ্গলবার বিকালে জেলা ডিলার সমিতির সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক হাফেজ খালেকুজ্জামান, সহ-সভাপাতি আসাদুজ্জামান ফারুক, শীতল কুমার সাহা, মো. ফিরোজ মিয়া, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য শাহাব উদ্দিন, আবুল কালাম, কামরুজ্জামান বাচ্চু, খায়রুল বাশার, জাকারিয়া প্রমুখের নেতৃত্বে সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমাতের হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ‘গত ৩০ সেপ্টেম্বর সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পারামর্শক কমিটির সভায় প্রস্তাবিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ অনুমোদন করা হয়, যা আগামী ১ জানুয়ারি-২০২৬ থেকে কার্যকর হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত কার্যকর করার আগে কিছু বিষয় বিবেচনা করা দরকার বলে স্মারকলিপিতে বলা হয়েছে। অন্যথায় মাঠ পর্যায়ে সারের সুষ্ঠু সরবরাহ ব্যহত হয়ে কৃষি উৎপাদনে ব্যাঘাত ঘটে দেশে নৈরাজ্য সৃষ্টি হতে পারে।
বিবেচ্য বিষয়ের মধ্যে রয়েছে, ১৯৯৫ সালে প্রত্যেক ডিলারকে দুই লাখ টাকা জামানত দিতে হয়েছে। পাশাপাশি গড়ে প্রতি মাসে ৩০ লাখ থেকে ৬০ লাখ টাকার সার উত্তোলন বাবদ বিনিয়োগ করতে হয়। তাদের কাছ থেকে সার নিয়ে যান খুচরা বিক্রেতারা। তাদের কাছে প্রত্যেক ডিলারের ২০ লাখ থেকে ৩০ লাখ টাকা বকেয়া থাকে। খুচরা বিক্রেতারা কৃষকদের কাছে বাকিতে সার বিক্রি করেন, যা ফসল তোলার পর কৃষকরা পরিশোধ করেন। আবার খুচরা বিক্রেতারা সেই টাকা থেকেই ডিলারদের পাওনা পরিশোধ করেন। প্রস্তাবিত নতুন নীতিমালা ১ জানুয়ারি থেকে কার্যকর হলে এই বকেয়া টাকা পরিশোধের চেইন ভেঙে যাবে। ডিলাররা বিপুল অংকের টাকার ক্ষতির মুখে পড়ে অনেকেই দেউলিয়া হয়ে পড়বেন।
এছাড়া প্রস্তাবিত সমন্বিত নীতিমালা-২০২৫ অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক ডিলার নিয়োগও বাস্তবসম্মত নয় বলে স্মারকলিপিতে বলা হয়েছে। কারণ তখন একজন ডিলারকে তিনটি বিক্রয়কেন্দ্র ও গুদাম স্থাপন করতে বিপুল পরিমাণ স্থাপনা খরচ ও প্রতি মাসে পরিচালনা খরচ করতে হবে। পক্ষান্তরে প্রতি ইউনিয়নে তিনজন ডিলার নিয়োগ হলে প্রতিটি ইউনিয়নে প্রাপ্ত সার তিনটি ভাগে বিভক্ত হবে। ডিলারদের কমিশন বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণেরও দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
উল্লেখ্য, সার ডিলার নিয়োগ ও সার বিতরণে অনিয়ম দূর করার লক্ষে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. খোরশেদ আলমের ২৩ জুলাইয়ের স্বাক্ষরে জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’ এবং পরবর্তীতে ‘বিএডিসির বীজ ডিলার হতে বিএডিসির সার ডিলার নিয়োগ ও সার বিতরণ পদ্ধতি এবং শর্তাবলী-২০১০’ প্রণয়ন করা হয়েছিল। এর ভিত্তিতেই বর্তমানে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। কিন্তু এতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণে বিভিন্ন জটিলতা ও সমন্বয়হীনতা এড়াতে সরকার এ দু’টি নীতিমালাকে একীভূত করে বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের জন্য ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল। এর জন্য চিঠিতে জেলা প্রশাসকের কাছে ডিলারদের সম্পর্কে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছিল। এসব প্রক্রিয়া সম্পন্ন করেই ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *