# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ না ভৈরব, ভৈরব, ভৈরব স্লোগানে স্লোগানে জেলার দাবিতে মানববন্ধন করেছেন ভৈরবের ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা। আজ ১৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা-সিলেট মহাসড়ক বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে ভৈরবের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকার যুব সমাজের নেতৃবৃন্দসহ শত শত মানুষ স্বস্তস্ফুতভাবে অংশগ্রহণ করেন। তবে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে যানচলাচল স্বাভাবিক রাখা হয়।
মানববন্ধন শেষে ছাত্র সমাজের প্রতিনিধি মওলানা শাহরিয়ার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, সমাজকর্মী এনকে সোহেল, ছাত্রনেতা আরাফাত ভূঁইয়া, আজহারুল ইসলাম রিদম, সিদরাতুল রশীদ পিয়াল, মুহাম্মদ জাহিদুল, গোলাম মহিউদ্দিন, মুহাম্মদ জুনায়েদ, মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ আবির, মুহাম্মদ মুজাহিদ প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভৈরবকে জেলায় রূপান্তর না করা হলে ভৈরববাসী দাবী আদায়ের জন্য ঢাকার সাথে পূর্বাঞ্চলীয় জোনের সড়কপথ, রেলপথ ও নৌপথ কমপ্লিট শার্টডাউন করা হবে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে সারা দেশ অচল করে দেয়া হবে।
২০০৯ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে ভৈরবকে প্রস্তাবিত জেলা ঘোষণা করেছিল তৎকালীন সরকার। ১৪ বছর জেলার মুলা ঝুলিয়ে রেখে ভৈরববাসীর সাথে তামাশা করা হচ্ছে। বক্তারা আরো বলেন, ভৈরবকে জেলায় রূপান্তর করে ঢাকা বিভাগের অধীনেই রাখতে হবে।