# এম.আর রুবেল :-
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ২৭ অক্টোবর সোমবার সকাল ১০টায় ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান নিয়ে ঢাকা- চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালীসহ পূর্বাঞ্চলীয় জোনের রেলপথ অবরোধ করে ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা। সকাল ১০টা ২৫ মিনিটে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে এসে আটকা পড়ে।
শুরুতে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারীদের একাংশ ট্রেনের ওপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করে। এতে ট্রেনের হেডলাইট ও কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা ১১টা ৪৫ মিনিটে উপকূল এক্সপ্রেস ট্রেনটি পুলিশের ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
অবরোধের কারণে বিদেশগামী যাত্রীসহ শতাধিক ট্রেনযাত্রী চরম ভোগান্তিতে পড়েন। আতঙ্কে কালনী এক্সপ্রেস, চট্টগ্রাম এক্সপ্রেসসহ একাধিক ট্রেন পাশ্ববর্তী স্টেশনে অবস্থান নেয়, ফলে ট্রেন চলাচলে সিডিউল বিপর্যয় দেখা দেয়।
অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্র ও যুবসমাজের আহ্বায়ক সাইফুর রহমান শাহরিয়ার, ছাত্রদল নেতা জাহিদুল হক হৃদয়, ছাত্রনেতা শেখ মহিউদ্দিন চিশতি পরাগ ও হান্নান হিমু। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগদেন উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মো. শাহিন, উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা নায়েবে আমির অধ্যাপক মাহবুব উল্লাহ মোছা এবং পৌর শাখার সেক্রেটারি হাবিবুর রহমান মিঠুসহ অন্যান্য নেতাকর্মীরা।
অবরোধ চলাকালে ভৈরব-কুলিয়ারচর সার্কেল এএসপি নয়ন আহমেদ, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, রেলওয়ে ওসি সাঈদ আহমেদ এবং স্টেশন মাস্টার মো. ইউসুফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিততেই ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, অবরোধের কারণে উপকূল এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা স্টেশনে আটকা পড়ে ছিল। পরে পুলিশের সহযোগিতায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, অবরোধের কারণে গ্রীণ সিগন্যাল দিয়েও ট্রেনটি ছাড়তে পারিনি। আমরা ও পুলিশ আন্দোলনকারীদের লাইন থেকে সরাতে গেলে একাংশ ট্রেনের দিকে পাথর নিক্ষেপ করে। পরে ১১টা ৪২ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে ঘটনার পর ছাত্র ও যুবসমাজের আহ্বায়ক সাইফুর রহমান শাহরিয়ার ফেসবুক লাইভে এসে বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। পাথর নিক্ষেপের ঘটনাটি রেলওয়ে কর্তৃপক্ষের উসকানিতে ঘটেছে। তাছাড়া আন্দোলন বানচাল করতে আন্দোলনে আসা একটা অংশ ট্রেনে পাথর নিক্ষেপ করেছে। আমাদের কোনো দায় নেই। এতে আমাদের লোকজনও আহত হয়েছে।