• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে পুকুরে ডুবে অজ্ঞাত যুবতীর মৃত্যু অহিদ মিয়াকে সভাপতি ও হোসেন আলীকে সাধারণ সম্পাদক করে ভৈরব জ্বালানী তৈল পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে চার লাখ টাকা আদায় বাসদ (মার্ক্সবাদী) প্রতিষ্ঠা ও রুশ বিপ্লব বার্ষিকীতে র‌্যালি আলোচনা সভা গণঅধিকার পরিষদ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সভা হোসেনপুরে বিপ্লব ও সংহতি দিবসে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি ভৈরবে ১ হাজার ৮০০ ইয়াবাসহ দুই নারী আটক সৌদি পাঠানোর নামে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে প্রবাসীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি

বিভাগ পরিবর্তন নিয়ে কিশোরগঞ্জে প্রতিবাদ

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি। -পূর্বকণ্ঠ

বিভাগ পরিবর্তন নিয়ে
কিশোরগঞ্জে প্রতিবাদ

# মোস্তফা কামাল :-
ময়মনসিংহ বিভাগ যখন ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়, তখন কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহের সাথে অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছিল। সেসময় কিশোরগঞ্জের মানুষ আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ করেছিল। ফলে কিশোরগঞ্জকে ঢাকা বিভাগেই রেখে দেওয়া হয়েছিল। এবার নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব হাজির করেছে। এর ফলে দল-মত নির্বিশেষে কিশোরগঞ্জবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। সর্বস্তরের ছাত্রজনতা অবস্থান কর্মসূচিও পালন করেছেন। আরও কঠোর আন্দোলনের হুমকিও দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পদক্ষেপকে অনভিপ্রেত বলেও মন্তব্য করছেন।
পুরনো বিভাগের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামকে ভেঙে নতুন দু’টি বিভাগের প্রস্তাব করা হয়েছে, ফরিদপুর ও কুমিল্লা। ঢাকা বিভাগে ১৩টি জেলা ছিল। এর মধ্যে ঢাকা বিভাগ ভেঙে ফরিদপুর আলাদা বিভাগ করে সেখানে ৫টি জেলা এবং দু’টি জেলা ময়মনসিংহের সাথে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এখন ঢাকা বিভাগে থাকবে ৬টি জেলা- ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী। ফরিদপুরে থাকবে ৫টি জেলা-ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। ঢাকা বিভাগের বাকি দু’টি জেলা কিশোরগঞ্জ ও টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের সাথে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে ১১টি জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগকে ভাগ করে নতুন কুমিল্লা বিভাগ করার প্রস্তাব করা হয়েছে। তখন চট্টগ্রাম বিভাগে থাকবে ৫টি জেলা-চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। আর কুমিল্লা বিভাগে থাকবে ৬টি জেলা- কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর। ময়মনসিংহ বিভাগে আগে ছিল ৪টি জেলা-ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। নতুন প্রস্তাবে ময়মনসিংহের সাথে কিশোরগঞ্জ ও টাঙ্গাইলকে যুক্ত করলে হবে ৬টি জেলা। অন্য ৫টি বিভাগ সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল অপরিবর্তিত থাকবে।
এ ব্যাপারে কথা বললে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, কিশোরগঞ্জের মানুষ প্রশাসনিক বিভাগ হিসেবে ঢাকার সাথে থাকতে পছন্দ করে। জেলার সিংহভাগ মানুষের আবেগের প্রতি বিএনপিও সম্মান দেখাবে। কিশোরগঞ্জের সন্তান গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেছেন, প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক নানা বিবেচনায় কিশোরগঞ্জবাসী মনে করে, ঢাকার সাথেই থাকা উত্তম। বিকল্প কোন চিন্তার সুযোগ নেই। কিশোরগঞ্জ ঢাকার সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।
কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এনসিপি নেতা ইকরাম হোসেন বলেন, যাতায়াত ব্যবস্থার দিক থেকে ময়মনসিংহ অনেক কাছে হলেও কিশোরগঞ্জের মানুষ ব্যবসা বাণিজ্যসহ নানা কাজের প্রয়োজনে আগে থেকেই ঢাকামুখি। ফলে হঠাৎ করে কিশোরগঞ্জকে ময়মনসিংহের সাথে যুক্ত করলে জেলার মানুষ সহজে গ্রহণ করবে না। সরকারকে বিষয়টি ভাবা দরকার বলে তিনি মনে করেন। জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলীকে একাধিকবার ফোন করলেও সংযোগ পাওয়া যায়নি।
গতকাল রোববার দুপুরে সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গনের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তফা মারুফ, জেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আশরাফ আলী সোহান প্রমুখ। নেতৃবৃন্দ কিশোরগঞ্জকে ময়মনসিংহের সাথে অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরোধিতা করেছেন। এই প্রস্তাব বাতিল না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *