# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। আজ ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার এনজিওগুলোর কার্যক্রম, সমন্বয়, স্বচ্ছতা ও সেবার মান বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের লক্ষ একটাই—মানুষের কল্যাণ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করলে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার পরিচালক মোহাম্মদ মুছা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার সোলায়মান, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর উপজেলা সমন্বয়কারী মো. হামিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ।
সভায় আলোচনার মাধ্যমে উপজেলায় কর্মরত এনজিওসমূহের কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বসম্মতিক্রমে চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার পরিচালক মুহাম্মদ মুছা এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার সোলায়মান’কে উপজেলা এনজিও সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া উপজেলার সক্রিয় সকল এনজিও প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে তথ্য আদান-প্রদান ও সমন্বয় কার্যক্রম আরও গতিশীল হয়।
সভা শেষে সিদ্ধান্ত হয়, আগামী নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরবর্তী সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।