# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রুরাল কেজি এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ অক্টোবর শনিবার দুপুর ১২টায় পৌর শহরের চিলড্রেন ভিলা কিন্ডারগার্টেন ও স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, রুরাল কেজি এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি কুলিয়ারচর শাখার সভাপতি ও চিলড্রেন ভিলা কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল নয়ন মণি সাহা।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সালাউদ্দিন লিচু, কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বিপ্লব, ব্র্যাকের কান্ট্রি ডিরেক্টর সাধন চন্দ্র দে এবং সাংগঠনিক সম্পাদক আল মাসুদসহ কিন্ডারগার্টেনের প্রধানগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন হিমেল।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, সুশিক্ষা অর্জনের মাধ্যমে আগামী প্রজন্মকে নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
এসময় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সোসাইটির সূত্রে জানা যায়, ২০২৪ সালে অনুষ্ঠিত রুরাল কেজি এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির বৃত্তি পরীক্ষায় কুলিয়ারচর উপজেলার ১২টি কিন্ডারগার্টেনের মোট ৬৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৩২ জন এবং সাধারণ গ্রেডে ১৮৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ, যা শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক এনে দেয়।