# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. রামেল মিয়া (২০) নামের এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। খুন হওয়া যুবক রামেল উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিক ইসলামের ছেলে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে চিকিৎসকাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় এলাকায় মাদকসেবিদের বিচারের দাবীতে থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জিনারী গ্রামের কানাবাড়ির সামনে দীর্ঘদিন ধরে তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে নাঈম (২০) ও কয়েকজন মিলে প্রকাশ্যে দিবালোকে গাঁজা সেবন ও মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় কিছুদিন আগে রামেলকে খুন করার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশে পূর্ব থেকে ওৎপেতে থেকে নাঈম তার দলবল নিয়ে রামেলকে উপযুপরী ছুরিকাঘাত করে। পরে রামেলের ডাক চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।