# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পাশে পুলিশের উপস্থিতিতে হচ্ছিল দরবার। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে মজনু মিয়া গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ।
জয়কা ইউনিয়নের খিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মুদি ব্যবসায়ী মজনু মিয়া ও একই গ্রামের ইসলাম উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। কিছুদিন আগে মজনু মিয়ার বাড়িতে হামলা হলে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। এ বিষয়ে শুক্রবার বিকালে থানার পাশের একটি চায়ের দোকানে এসআই আব্দুল আলিম ও নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে মিমাংসার উদ্দেশ্যে দরবার চলছিল বলে জানিয়েছেন ওসি মাহবুব মোর্শেদ। এর এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে মজনু মিয়াকে ছুরিকাঘাত করা হয়। তাকে সন্ধ্যা ৬টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত করানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা তোতা মিয়া বাদী হয়ে ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করে ৮ জনের নামে ও অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে শনিবার থানায় মামলা করেছেন। প্রধান আসামি ইসলাম উদ্দিনসহ দু’জন এজাহার নামীয় আসামি গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি মাহবুব মোরশেদ জানিয়েছেন।