• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজরসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

সংবিধানের চার মূলনীতি মুছে ফেলতে দেব না ……… সাজ্জাদ জহির চন্দন

সংবিধানের চার মূলনীতি
মুছে ফেলতে দেব না
……… সাজ্জাদ জহির চন্দন

# নিজস্ব প্রতিবেদক :-
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, গণঅভ্যুত্থানের পর একটি শক্তি ২৪-কে ৭১-এর মুখোমুখি দাঁড়া করাতে চায়। তারা ৭২-এর সংবিধান থেকে চার মূলনীতি মুছে ফেলতে চায়। আমরা কখনও চার মূলনীতি মুছে ফেলতে দেব না। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী যে চেতনা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, আজ সেখান থেকে সরকার অনেক দূরে সরে এসেছে। ১২টি বিষয়ে সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা, কৃষি, শ্রমিক খাত সংস্কারে কোন পদক্ষেপই নেওয়া হয়নি। বর্তমান ইউনূস সরকারের দায়িত্ব হলো, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে বিদায় নেওয়া। আগামী দিনে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ছাড়া সাধারণ মানুষের প্রত্যাশা কখনই পূরণ হবে না বলেও তিনি মন্তব্য করেন।
কিশোরগঞ্জে ৬ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ১৩তম ত্রি-বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সাজ্জাদ জহির চন্দন এসব কথা বলেন। শহরের জজ আদালত চত্বরে তিনি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এর আগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকারের সঞ্চালনায় আইনজীবী সমিতি মিলনায়তনে প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তৃতা করেন, বিশেষ অতিথি কেন্দ্রীয় সংগঠক হাসিনুর রহমান রুশো, জেলা কমিটির সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ, সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বিএসসি, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সেলিম উদ্দিন খান, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু প্রমুখ। সম্মেলন অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠী গণসঙ্গীত পরিবেশন করে।
বিকালে দ্বিতীয় অধিবেশনের প্রতিনিধি সভায় ২১ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে টানা দ্বিতীয়বারের মত সভাপতি হয়েছেন আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন রঞ্জিত কুমার সরকার। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন জেলা উদীচীর সভাপতি সাখাওয়াত হোসেন খান। ৭ সদস্যের সম্পাদকমণ্ডলীসহ মোট ২১ সদস্যের কমিটির অন্য কর্মকর্তারা হলেনে, সৈয়দ নজরুল ইসলাম, ডা. এনামুল হক ইদ্রিছ, নূরুল হুদা দুলাল, সেলিম উদ্দিন খান, আবুল হাসেম মাস্টার, মোস্তফা কামাল নান্দু, দেবব্রত দাস দেবু, আজিজুর রহমান, নূরুল হক ভূঁইয়া, নূরুল ইসলাম, শেখ মোহাম্মদ জমসেদ, কামরুজ্জামান খান রিপন, কবি বাবুল রেজা, জালাল উদ্দিন, শামসুদ্দিন, অধ্যাপক ফরিদ আহমেদ, মাহতাব উদ্দিন ও কবি লিয়াকত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *