• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

ভৈরবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
ভৈরব পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর রোববার ভৈরব বাজার খোদেজা খানম হাই স্কুল প্রাঙ্গনে সকাল ১১টায় ভৈরব পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, ভৈরব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ভৈরব উপজেলা বিএনপির সহ-সভাপতি রিয়াজ আহমেদ মারুকী শাহীন, উপজেলা যুবদল আহবায়ক ও নিরাপদ সড়ক চাই এর সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন, ভৈরব উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, ভৈরব উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার পাল, ভৈরব পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইসমাইল প্রমুখ।
সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়। পৌরসভা থেকে নিয়মিত মশা নিধন কার্যক্রম অব্যাহত আছে, প্রত্যেকের বাড়ির চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকল নাগরিকদের দায়িত্ব। সারাদেশের মতো ভৈরব পৌরসভা ও ইউনিয়ন সমূহে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানান বক্তাগণ। সভায় ডেঙ্গু, চিকুনগুণিয়া ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি সভায় জানান, অচিরেই ভৈরব বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ভ্রাম্যমাণ আদালতে যাদের বাড়ির চারপাশ অপরিচ্ছন্ন ও ফুলের টব, পরিত্যক্ত ক্যান, বিভিন্ন কৌটা, মাটির পাত্র, প্লাস্টিকের পাত্র, প্লাস্টিকের ড্রাম ও নারিকেলের খোসায় পানি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ভৈরব পৌরসভার সহকারী লাইসেন্স ইন্সপেক্টর সাংবাদিক তুহিনুর রহমান।
উল্লেখ্য, ভৈরব পৌরসভার প্রশাসক শবনম শারমিনের নেতৃত্বে ভৈরব পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ভৈরব উপজেলার ইউনিয়ন সমূহ ও শহরের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *