# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আধুনিক তথ্যপ্রযুক্তি সুবিধা নিয়ে যাত্রা শুরু করলো বহুল প্রতীক্ষিত উপজেলা সাইবার জোন। ৭ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টায় পাবলিক লাইব্রেরীর পাশে স্থাপিত এ সাইবার জোন উদ্বোধন করেন ঢাকা বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও যুগ্ম-সচিব মো. আব্দুর রহিম।
এই সময় তিনি আধুনিক বিশ্ব ও কর্মজীবনের জন্য ডিজিটাল গভারমেন্ট ও প্রযুক্তির গুরুত্ব বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন স্কুল শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, উপজেলা প্রকৌশলী বনি আমিন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সুধীজন।
বক্তারা বলেন, এ সাইবার জোনের মাধ্যমে সাধারণ মানুষ সহজে সরকারি সেবা, অনলাইন শিক্ষা, আইসিটি প্রশিক্ষণ ও নানামুখী ডিজিটাল কার্যক্রমের সুবিধা নিতে পারবেন।