# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে মসুয়া ইউনিয়নের স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। গাছ লাগান, প্রাণ বাঁচান এই স্লোগানে মসুয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।
জানা যায়, সম্প্রতি কয়েকদিন যাবৎ মসুয়া ইউনিয়নের বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ২নং বেতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৬নং রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্কুল, মাদ্রাসা, মসজিদ ও রাস্তার পাশে দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন করে এর এলাকার তরুণ সমাজ, শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষ অংশ নেন।
ফাউন্ডেশন এর কার্যকরী সদস্য সাজিন হিমেল বলেন, আমরা শুধু গাছ লাগাচ্ছি না, ভবিষ্যতের জন্য অক্সিজেনের ভাণ্ডার তৈরি করছি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রতিটি মানুষের দায়িত্ব গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া।
বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ বিন মোর্শিদ বলেন, বৃক্ষরোপণ কার্যক্রম শুধু মৌসুমি উদ্যোগ নয়; প্রতিবছর নিয়মিতভাবে তা অব্যাহত রাখা হবে। পাশাপাশি, স্থানীয় জনগণকে সচেতন করতে ধারাবাহিক প্রচারণা চালানো হবে। যাতে প্রতিটি পরিবার অন্তত একটি করে গাছ রোপণ ও লালন-পালন করে।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপরোক্ত দিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ ও স্বপ্নছোঁয়া ফাউণ্ডেশনের অন্যতম সদস্যবৃন্দগণ। যারা নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে ফাউণ্ডেশনের সকল কার্যক্রমে। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
সংঠনের অন্যতম উদ্যোক্তা কায়সার আহমেদ বলেন, আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে।