• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

গ্রাম্য সালিশে বেত্রাঘাত জরিমানাও লাখ টাকা আ’লীগ নেতা গ্রেপ্তার

যুবক এরশাদকে বেত্রাঘাত করছেন আওয়ামী লীগ নেতা সালাম। ইনসেটেও সালামের ছবি দেওয়া হলো -পূর্বকণ্ঠ

গ্রাম্য সালিশে বেত্রাঘাত
জরিমানাও লাখ টাকা
আ’লীগ নেতা গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে চুরির অপবাদে গ্রাম্য সালিশে এক আওয়ামী লীগ নেতা বেত্রাঘাত করেছেন এক যুবককে। দুই যুবককে বিচুটি পাতা লাগিয়ে জরিমানাও করেছেন এক লাখ টাকা। এর ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নির্যাতনকারী বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আব্দুস সালামকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুরান বৌলাই গ্রামে।
জানা গেছে, ২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পুরান বৌলাই গ্রামে সজলের বাড়ি থেকে ১ লক্ষ ৩৪ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন চুরি হয়। কিছুক্ষণ পর গ্রামের দুই যুবক সোহরাব উদ্দিন ও এরশাদ মিয়াকে বাড়ির পাশে দেখতে পেয়ে তাদের আটক করা হয়। সজলের ভাই স্বপন এসময় সোহরাবকে মারধর করেন। পরে স্থানীয়রা সালিশ মিমাংসা করে তাদের ছেড়ে দেন। ৩ সেপ্টেম্বর বুধবার সকালে আবার গ্রাম্য সালিশ বসে। এসময় বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম যুবকদের গায়ে বিচুটি পাতা লাগান, বেত্রাঘাত, লাঠিপেটা ও কিলঘুষি দেন। এতে এরা আহত হন। এরশাদকে বেত্রাঘাত করার ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সালাম ওই সালিশে দুই যুবককে ৫০ হাজার টাকা করে জরিমানা করে পরিশোধের জন্য ১৫ দিন সময় দেন।
কিন্তু দুই যুবক এই ঘটনার সাথে জড়িত নন, বরং তারাও চোর ধরার জন্য ওই রাতে চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। এমনকি সোহরাব এলাকার সাবেক মেম্বার হাসান রাব্বানীর সাথে ওই রাতে বর্ষার পানিতে মাছ শিকারে বেরিয়েছিলেন বলে রাব্বানী নিজেই সাক্ষ্য দিয়েছেন। এর পরও সালামের হাত থেকে যুবকদের রেহাই মেলেনি। ঘটনাটি এলাকায় চরম ক্ষোভের জন্ম দিয়েছে। তবে সালাম জানিয়েছিলেন, এরশাদ তার আত্মীয়। সেই কারণেই এরশদকে শাসন করেছেন। এদিকে এলাকার আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ী জানিয়েছেন, সালামের নামে এধরনের অভিযোগ আগেও উঠেছে। তিনি বিচারের নামে নির্যাতনের ঘটনা আরও চালিয়েছেন। দল ক্ষমতায় থাকতেও তিনি দাপট দেখাতেন। এখনও সেই দাপট কমেনি।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ আব্দুস সালামকে এলাকা থেকে গ্রেপ্তার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সালিশে নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসায় সালামকে স্বপ্রনোদিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে। ওসি জানান, সালাম কিছুদিন আগে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় কারাবাস করে জামিনে বেরিয়ে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *