# নিজস্ব প্রতিবেদক :-
ঢাকার উত্তরার আইইউবিএটি-তে (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এণ্ড টেকনোলজি) ৫ম সেমিস্টারে পড়ছেন কিশোরগঞ্জের আশিকুজ্জামান আশিক। স্কুল জীবন থেকেই নেশা জনস্বার্থে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তার ধারে বৃক্ষরোপন। এ পর্যন্ত তিনি ৪০ হাজার গাছের চারা রোপন করেছেন বলে জানিয়েছেন।
৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে আশিকের নিজ গ্রাম সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের উলুহাটি গ্রামের রাস্তার দুই পাশে ১০০টি সুপারির চারা রোপন করেছেন। আরও ২৮০টি চারা রোপন করবেন বলে জানিয়েছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ বৃক্ষ রোপন উদ্বোধন করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অভি চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশরাফ আলী সোহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আশিকুজ্জামান জানিয়েছেন, রাস্তাটি শত বছর ধরে চলাচলের অযোগ্য একটি কাঁচা রাস্তা ছিল। তাঁর উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ রাস্তাটি পিচঢালাই করে গত ১৫ আগস্ট চলাচলের জন্য খুলে দিয়েছে। এখন রাস্তার দুই ধারে সুপারি গাছ লাগানোর কারণে একদিকে রাস্তার মাটিক্ষয় রোধ হবে, প্রকৃতি উপকৃত হবে, আবার সুপরিগুলো বিক্রি করে স্থানীয় মসজিদের তহবিলে জমা হবে বলে জানালেন আশিকুজ্জামান আশিক।