# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলী উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও নিকলী ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপকে ঢাকায় ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। ৩ সেপ্টেম্বর বুধবার রাতে তাঁকে তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন।
ওসি জানান, তুলিপের নামে নিকলী থানায় বৈষম্য বিরোধী মিছিলে হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। তাঁকে এখনও নিকলী থানায় সোপর্দ করা হয়নি। তুলিপকে ঢাকার ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি কাজী আরিফ উদ্দিন।