# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সায়েদ সুমনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৪৭টি গাছের চারা বিতরণ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের এসব চারা বিতরণ করা হয়।
এসময় সায়েদ সুমন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ সাদেক মুকুল, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক ফজলুর রহমান, হারুনুর রশিদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আশেকুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব, গুরুদয়ার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মুদাসসির তুশি, ছাত্রনেতা খালেদুর রহমান ফুয়াদ প্রমুখ।