# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবেশীর হামলার শিকার হয়ে আহতাবস্থায় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন সৌদি আরব প্রবাসী মো. মনির হোসেন (৩৯)। ৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের খিদিরপুরে নিজ বাড়িতে যাওয়ার পথিমধ্যে এ হামলার শিকার হন প্রবাসী। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দিয়েছে প্রবাসী মনির হোসেনের স্ত্রী মোছা. রিমা আক্তার।
আহত প্রবাসীর বক্তব্য ও অভিযোগের মাধ্যমে জানা যায়, প্রবাস থেকে দেশে ফিরে কিছুদিন চলাফেরার জন্য একটি নতুন সুজুকি জিকসার মোটরসাইকেল ক্রয় করেন। ওই মোটরসাইকেল দিয়ে প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে যাতায়াত করতে হয় তার। প্রতিদিনের মতো নিজ বাড়ি থেকে বাহিরে যাওয়ার সময় প্রতিবেশী ফালু মিয়ার ১৩/১৪ বছর বয়সের ছোট নাতী দুষ্টুমির ছলে মোটরসাইকেলের পেছন ধরে টানদিলে মাটিতে পড়ে গিয়ে নতুন মোটরসাইকেলটির কিছু ক্ষয়ক্ষতি হয়। তখন ধমক দিলে দৌড়ে বাড়িতে চলে যায় ছেলেটি। এরপর মনির হোসেন কুলিয়ারচরে পৌরশহরের ভিতরে ক্রয়কৃত জায়গা থেকে গাছ বিক্রির নগদ ৬৫ হাজার টাকা নিয়ে বাড়িতে ফেরার পথরোধ করে ফালু মিয়া, তার ছেলে মো. রফিক মিয়া, মেয়ে মোছা. রেখা বেগম ও স্ত্রী মোছা. তহুরা বেগম মিলে দেশীয় অস্ত্রাদি নিয়ে প্রবাসী মনিরের উপর হামলা চালায়। এ সময় মনির গুরুত্বর আহত হলে প্রতিবেশী ও স্বজনরা উদ্ধার কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগকারী মোছা. রিমা আক্তার তার প্রবাসী স্বামীর উপর অতর্কিত হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় অভিযুক্তদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় প্রবাসীর স্ত্রীর দেয়া একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।