# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের ভিতরে বহিরাগত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দ্বীন ইসলামের নামের আইসিটি বিষয়ের একজন প্রভাষক।
সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কলেজের সভাকক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে ভোকেশনাল শাখার শিক্ষক মোবারক হোসেনের সাথে একই কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক দীন ইসলামের বাক বিতণ্ডার এক পর্যায়ে সভা শেষ করে বাইরে বের হওয়ার সময় বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হন দীন ইসলাম। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রাক-নির্বাচনী পরীক্ষা বয়কট করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রভাষক দ্বীন ইসলামের উপর শারীরিকভাবে লাঞ্ছিত করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান। এ ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেন ওই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। এ নিয়ে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব তৈরী হয়।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে হামলার শিকার দীন ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে শিক্ষকদের স্টাফ কাউন্সিলের মিটিং চলছিলো। মিটিং শেষ করে নিচে নামার সময় তার উপর হামলা করে একদল বহিরাগত সন্ত্রাসী। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান ও কারিগরী শাখার সহকারী শিক্ষক মোবারক হোসেনের পদত্যাগ দাবি করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে জরুরি প্রতিকার দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ইউএনও কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ ও হোসেনপুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান ও শিক্ষক মোবারক হোসেনের সাথে একাধিকবার মঠোফোনে যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ও অধিকতর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।