# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের একটি ঘণ আগাছার ঝোপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদার পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শিশুটি সদ্যজাত ছেলে এবং অজ্ঞাত। ধারণা করা হচ্ছে, জন্মের পরই এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তে জানা যাবে, শিশুটি মৃত জন্ম নিয়েছে, নাকি জন্মের পর মেরে ফেলা হয়েছে।