# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। আজ বুধবার বিকালে পৌরসভা এলাকা থেকে সদর উপজেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রাটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ব্যানার-ফ্যাস্টুন নিয়ে অংশ নেন। এরপর রথখলা এলাকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া প্রমুখ।