• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ২ নিকলীতে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ধর্ষণ মামলার তদন্ত চলছে সৈয়দ নজরুল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ওএসডি সাবেক সিএস পরিচালক

যুবদল কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার ২ সুরতহালে ২৯ আঘাত উড়ো ফোনে হুমকি

যুবদল কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার ২
সুরতহালে ২৯ আঘাত
উড়ো ফোনে হুমকি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ২২ আগস্ট শুক্রবার প্রতিপক্ষের হাতে যুবদল কর্মী ইমরানুল হক হিমেল (৩৫) হত্যার ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে। ২৪ আগস্ট রোববার রাতে হিমেলের মা হালিমা খাতুন বাদী হয়ে সদর উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম-আহবায়ক এমদাদুল হক এমদাদকে প্রধান আসামি করে হত্যা মামলাটি করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুুল্লাহ আল মামুন জানিয়েছেন, মামলায় এজাহার নামীয় আসামি ৫৭ জন। অজ্ঞাত আসামি ৪০ থেকে ৫০ জন। এদের মধ্যে ইদ্রিস (৩৫) ও সোহেল (৩০) নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চালমান আছে। মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে থানার উপ-পরিদশক (এসআই) মোস্তফা কামালকে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার বিকালে হিমেল মারা যাবার পর সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন কতোয়ালি থানার উপ-পরিদশক (এসআই) আব্দুল হক। সুরতহাল প্রতিবেদনে তিনি হিমেলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের ২৯টি আঘাতের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে মাথাতেই ৮টি আঘাত পাওয়া গেছে।
হিমেলের মা হালিমা খাতুন জানিয়েছেন, শুক্রবার হিমেল মারা যাবার খবর পেয়ে এলাকাবাসী এমদাদসহ কয়েকজনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এদিন রাতে একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে হিমেলদের বাড়িতেও আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই কারণে পরিবার নিয়ে এখন আতঙ্কে আছেন বলে জানালেন হালিমা খাতুন।
উল্লেখ্য, সদর উপজেলার বৌলাই এলাকায় প্রধান আসামি এমদাদুল হক এমদাদ ও জেলা যুবদলের অপর বহিষ্কৃত সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আলী আব্বাস রাজনের মধ্যে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ ছিল। এর জেরে শুক্রবার দুপুরের আগে বৌলাই পুরানবাজার এলাকায় রক্তক্ষয়ি সংঘর্ষ হয়। এসময় এমদাদের পক্ষ থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রেরও ব্যবহার হয়েছে বলে এলাকাবাসী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন জানিয়েছেন। এমদাদসহ তার লোকজন রাজনের সমর্থক ইমরানুল হক হিমেলকে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। কয়েকজনের শরীরে গুলি লেগেছে বলেও এলাকাবাসী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন জানিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হিমেলকে ময়মনসিংহ মেডেক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেদিনই বিকালে তিনি মারা যান।
হিমেলের মৃত্যু সংবাদ এলাকায় আসার সাথে সাথে সেদিনই বিক্ষুব্ধ লোকজন এমদাদসহ তার কয়েক অনুসারীর বাড়িতে অগ্নিসংযোগ করে। হিমেলের স্ত্রীসহ আয়েরা নামে চার বছরের একটি মেয়ে রয়েছে। শনিবার সন্ধ্যার পর হিমেলকে বৌলাই মূলসতাল গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। হিমেলের মৃত্যুতে তাঁর পরিবারে এখন চলছে কান্নার রোল। ২৫ আগস্ট সোমবারও এ প্রতিবেদকের সাথে কথা বলার সময় মা হালিমা খাতুন ডুকরে ডুকরে কাঁদছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুুল্লাহ আল মামুন জানিয়েছেন, মামলায় অস্ত্র আইনের ধারা যুক্ত করা হয়নি। তবে তদন্তে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে অস্ত্র আইনের ধারাও যুক্ত করা হবে। এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটি এমদাদ ও রাজনকে সংগঠন থেকে বহিষ্কার করে শুক্রবার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। আবার কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনকেও চিঠি দিয়ে এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে।
হিমেলের মা হালিমা খাতুন জানান, আবুল হাশেমের ছেলে প্রধান আসামি এমদাদের বর্তমান বাড়ি পার্শ্ববর্তী রাজকুন্তি গ্রামে। তাদের আদি বাড়ি করিমগঞ্জ উপজেলার জালুয়াবাদ গ্রামে। এমদাদের বাবা বিয়ের করার পর থেকে রাজকুন্তি গ্রামের শ্বশুর বাড়িতে স্থায়ী বসতি স্থাপন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *