# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ৫৩টি পরিবারের মাঝে ৯২ বান্ডিল ঢেউটিন এবং ২ লক্ষ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ ২৭ আগস্ট বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) ফারাশিদ বিন এনাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল হক, কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী বনি আমিন ও বাজিতপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম।
বাজিতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল হক জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে মোট ১০২ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ ৩ লাখ ৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সহায়তা পাওয়া পরিবারগুলো জানান, ঘরবাড়ি হারিয়ে তারা দীর্ঘদিন চরম কষ্টে ছিলেন। সরকারের এ সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছে। এজন্য তারা অন্তবর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।