# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আবু বকর সিদ্দিক। আজ ২৬ আগস্ট মঙ্গলবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবাগত এসিল্যান্ড আবু বকর সিদ্দিক বিদায়ী কর্মকর্তা মৌমিতা গুহ ইভার স্থলাভিষিক্ত হলেন।
আবু বকর সিদ্দিক ৩৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, উপজেলা ভূমি অফিসকে দালাল ও প্রতারণামুক্ত রাখতে কাজ করব। জনগণ আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। বাজিতপুরবাসীকে হয়রানিমুক্ত ও দ্রুত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম অগ্রাধিকার। এ সময় তিনি বাজিতপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।