# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্যের কমিটি গঠিত হয়েছে। এতে আহবায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, যুগ্ম-আহবায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন, আর সদস্য সচিব হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া। সদস্যরা হলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন মোুল্লা ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুল।
গত ২০ আগস্ট শহরের রাইফেলস ক্লাবে এক অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়। এদিন জেলার ১৩ উপজেলার কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কেএম মাহবুবুল আলম, বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়াদার, বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন ফারুকী প্রমুখ।