# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী আব্দুল্লাহ আন নাফি’র (১৪) সুস্থ্যতা চেয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার দুপুরে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহমেদ মানিক, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম হীরা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান ভূঁইয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ওয়াহিদুজ্জামান। আহত শিক্ষার্থী নাফি পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার তারাকান্দি গ্রামের মো. নাছির আল হেভেনের ছেলে। দোয়া মাহফিল শেষে নাফির সহপাটিরা দুর্ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ নিরাপদ সড়কের দাবী জানান।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট বিকালে নাফি মোটরসাইকেল নিয়ে পৌরসদরের বাইপাস মোড়ে পিছন দিক থেকে কভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে দুর্ঘটনার স্বীকার হয়। নাফি বর্তমানে পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।