# মো. রিয়াদ হোসেন :-
বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হককে আহ্বায়ক করে ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২০ আগস্ট বুধবার জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. মাহমুদুল ইসলাম জানু ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান এর স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলো যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ.কে.আর হাবিবুল বাহার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাজিমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম ও বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন।
নবগঠিত ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। সেই সাথে সকল সদস্যদের অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।
দৈনিক পূর্বকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হককে অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক সোহেল সাশ্রু। সেই সাথে আহ্বায়ক কমিটির সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।