# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৪ আগস্ট শনিবার বিকেল ৫টায় আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের হলরুমে কুলিয়ারচর উপজেলা শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে সদস্য সংগ্রহ ও কমিটি গঠন কল্পে আলোচনা সভায় শিক্ষক সমাজের উপস্থিতিতে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ও বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হক।
সভায় সর্বসম্মতিক্রমে কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. সালাউদ্দিন (লিচু)’কে সভাপতি, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ অহিদুজ্জামান’কে সাধারণ সম্পাদক এবং আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম কাজল’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বশীল শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমেদ।
এসময় বক্তব্য রাখেন, কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. শহিদ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ও বীর কাশিম নগর এফইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল করীম, আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সালুয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক আব্দুল কুদ্দুস, গোবরিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু ইউসুফ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ, মাধ্যমিক, কারিগরি, প্রাথমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং শিক্ষার মানোন্নয়নে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সমাজের ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করতে সংগঠনটি কাজ করবে।
সভায় নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, এ কমিটি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়, পেশাগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করবে।