# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে দানবীর শিক্ষানুরাগী মরহুম হাজী আসমত আলী বেপারিরর ৫৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়ছে। ২১ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পৌর শহরের হাজী আসমত আলী পরিবারের আয়োজনে মরহুমের ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভৈরবে মেয়েদের সর্ববৃহৎ এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের মেহের মমতাজ মিলনায়তনে এ মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজী আসমত আলী বেপারির উত্তরসূরী হাজী জাকির হোসেনের সভাপতিত্বে ও হিসাম রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের নাতি হাজী মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট লেখক আহমেদ আলী, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, শিশু পরিবারের সাধারণ সম্পাদক ভৈরব পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী, গাজী টিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম প্রমুখ।
বক্তারা বলেন মরহুম হাজী আসমত আলী বেপারী বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এতিমখানাসহ আরো অনেক কিছু প্রতিষ্ঠা করে গেছেন। আসলেই কীর্তিমান মানুষের মৃত্যু নেই। স্মরণসভায় বক্তারা প্রয়াত হাজী আসমত আলীর জীবনীগ্রন্থ প্রকাশের প্রস্তাব করেন। সবশেষে হাজী আসমত আলী হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাঈমূল ইসলামের দোয়া পরিচালনা ও ইতালি প্রবাসী বাকের সওদাগরের সৌজন্যে এতিম শিক্ষার্থীদের মাঝে তাবারক বিতরণের মধ্য দিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল সমাপ্তি হয়।
অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু।