• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজরসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

যুবদল কর্মী হিমেলের দাফন সম্পন্ন, শরীরে ৩২টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে

হিমেলের ভাই মবিন ও বাবা হাবিবুর রহমান পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদছেন। ইনসেটে হিমেল -পূর্বকণ্ঠ

যুবদল কর্মী হিমেলের দাফন সম্পন্ন
শরীরে ৩২টি ধারালো
অস্ত্রের আঘাত রয়েছে

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে ২২ আগস্ট শুক্রবার প্রতিপক্ষের হাতে নিহত যুবদল কর্মী ইমরানুল হক হিমেলের (৩২) দাফন সম্পন্ন হয়েছে। ২৩ আগস্ট শনিবার বাদ মাগরেব সদর উপজেলার বৌলাাই হাবিবনগর এলাকার মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মূল সতাল এলাকায় হিমেলদের বাড়িতে গিয়ে দেখা যায়, হিমেলের বাবা হাবিবুর রহমান ও মাসহ স্বজনরা বিলাপ করছেন। বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ থেকে হিমেলের লাশ বহকারী ফ্রিজিং কার বাড়ির সামনে আসতেই যেন কান্নার রোল পড়ে যায়। বাড়িতে শত শত নারী-পুরুষসহ নানা বয়সের উৎসুক মানুষ জড়ো হয়েছেন।
এসময় ‘আমার ভাই কই, আমার ভাই কই’ বলে ডুকরে ডুকরে কাঁদছিল হিমেলের পঞ্চম শ্রেণি পড়ুয়া মামাত ভাই আরাফাত। সে কাঁদতে কাঁদতে এ প্রতিবেদককে বলেছে, তার চোখের সামনে মাদক ব্যবসায়ী এমদাদ ও তার লোকজন হিমেলকে কোপাচ্ছিল। আরাফাত হিমেলের কাছে যেতেই এমদাদ তাকে লাথি দিয়ে দূরে ফেলে দিয়েছে। একথা বলেই আবার আরাফাত ডুকরে ডুকরে কাঁদতে থাকে।
জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এমদাদুল হক এমদাদের মধ্যে মাদক ব্যবসা ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধ ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। রাজনের সমর্থক ছিলেন হিমেল। বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে এক দফা হালকা মারামারি হয়। এর জেরে শুক্রবার এমদাদ আগ্নেয়াস্ত্রসহ ব্যাপক প্রস্তুতি নিয়ে রাজনের লোকদের ওপর হামলা চালান। এসময় হিমেলকে বর্বর কায়দায় কোপানো হয়েছে। তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার বিকালে তিনি মারা যান। সেখানেই ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
প্রতিবেশি আব্দুল মান্নান জানিয়েছেন, ঘাতকরা হিমেলের মাথাসহ সারা শরীরে ৩২টি কোপ দিয়েছে। হিমেল এলাকায় ওয়াইফাইয়ের ব্যবসা করতেন। মাদক ব্যবসার বিরোধিতা করাই তাঁর জন্য কাল হয়েছে। মান্নানসহ অনেকেই জানান, এমদাদ প্রায় ৮ বছর ধরে মাদকের ব্যবসা করেন। রাজনৈতিক চাপের কারণে আগে এমদাদ আর রাজনের মধ্যে ভালই বন্ধুত্ব ছিল। কিন্তু গত বছর সরকার পরিবর্তনের পর মাদক ব্যবসা আর আধিপত্য নিয়ে বিরোধ দেখা দেয়। আগে এমদাদের টিনের বেড়াসহ খুবই সাধারণ মানের ঘর ছিল। কিন্তু দেড় বছর আগে কোথা থেকে যেন তার ভাগ্য খুলে গেল। তৈরি করলেন টিনশেড পাকা বাড়ি। এলাকাবাসী জানান, এমদাদের অধীনে মাদকের ২৫ জন ‘হকার’ আছে। সবাইকে মোটরসাইকেল দিয়েছেন। নিজেও কয়েক দিন পর পর নতুন নতুন মোটরসাইকেল ব্যবহার করেন। এলাকার কিশোর-যুবকদের অনেকেই এমদাদের কারণে এখন মাদকাসক্ত। তাকে কিছু বলতেও এলাকাবাসী সাহস পান না। কারণ এমদাদের অস্ত্রের ব্যবসার আছে বলেও এলাকাবাসী জানিয়েছেন। সেই কারণেই শুক্রবার সহজেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পেরেছেন। এসময় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ রয়েছেন বলেও এলাকাবাসী জানালেন। পাশাপাশি ভূমি দস্যুতাও করছেন। তিনি আগে ডাকাতি করতেন। কয়েক বছর আগে পার্শ্ববর্তা জমতলা এলাকায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গণপিটুনিও খেয়েছেন। বিভিন্ন মামলায় একাধিকবার জেলও খেটেছেন বলে এলাকাবাসী জানালেন।
রাজনের স্ত্রীসহ আয়েরা নামে চার বছরের একটি মেয়ে রয়েছে। হিমেলরা চার ভাই ও এক বোন ছিলেন। হিমেলের বড় দুই ভাই মবিনুল হক ও মহসিন মালয়েশিয়ায় থাকেন। হিমেলের ছোট ভাই রানা লন্ডনে থাকেন। হিমেল বাড়ি থেকে ওয়াইফাইয়ের ব্যবসা করতেন আর পরিবার দেখতেন। মবিন জানালেন, তিনি বাড়িতে ছুটি কাটিয়ে মাত্র দুই মাস আগে মালয়েশিয়ায় ফিরে গেছেন। মবিনের ছোট ভাই মহসিন জানালেন, তিনিও ছুটি কাটিয়ে বাড়ি থেকে কেবল ২১ আগস্ট বৃহস্পতিবার মালয়েশিয়ায় গিয়েছেন। হিমেলের মৃত্যু সংবাদ শুনে দুই ভাই শনিবার বাড়ি চলে এসেছেন। তাঁরাও ভাইয়ের জন্য ডুকরে ডুকরে কাঁদছিলেন। লন্ডন থেকে রানাও বাড়ি আসছেন বলে তাঁরা জানালেন।
হিমেলের বাবা হাবিবুর রহমান বিলাপ করতে করতে বললেন, মানুষ মানুষকে এভাবে কুপিয়ে মারতে পারে, তিনি জীবনে দেখেননি, শোনেননি। হিমেলের সারা শরীরে কোপের পাশাপাশি পিঠে একটি ছোরার গভীর ক্ষত রয়েছে বলেও তিনি জানান। তিনি বার বার হত্যাকারীদের ফাঁসি দাবি করছিলেন।
হিমেলের মৃত্যুর পর শুক্রবার রাজনের লোকজন ও হিমেলের স্বজনরা এমদাদসহ তার অনুসারীদের বাড়িঘরে আগুন দিয়েছিল। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করলেও ব্যাপক ক্ষতি হয়েছে। আর যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুুল্লাহ আল মামুন। তিনি জানিয়েছেন, এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়েছে। আর হিমেলের দাফনের পর স্বজনরা মামলা করলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার পর থেকে এমদাদ ও রাজন গা ঢাকা দিয়েছেন বলে ওসি আব্দুুল্লাহ আল মামুন ও এলাকাবাসী জানিয়েছেন।
এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটি এমদাদ ও রাজনকে সংগঠন থেকে বহিষ্কার করে শুক্রবার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *