• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা

মাদকের বিরোধে কর্মী খুন দুই যুবদল নেতা বহিষ্কার

মাদকের বিরোধে কর্মী খুন
দুই যুবদল নেতা বহিষ্কার

# নিজস্ব প্রতিবেদক :-
মাদক ব্যবসা ও আধিপত্যের বিরোধে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় ২২ আগস্ট শুক্রবার যুব দলের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবদল কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবদল নেতাকে কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে। শুক্রবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের বরাতে দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বৌলাই ইউনিয়নের ভরাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে যুবদল কর্মী ইমরানুল হক হিমেল (৩২)। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বহিষ্কৃত দুই নেতা হলেন জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এমদাদুল হক এমদাদ। সংবাদ বিজ্ঞপ্তির ভাষায় ‘দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে’ এদের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।
শুক্রবারের সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেআস্ত্রেরও ব্যবহার হয়েছে বলে জানা গেছে। গুলিতেও অন্তত তিনজন আহত হয়েছেন বলে খোদ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুুল্লাহ আল মাসুদ সুমনই জানিয়েছেন। হত্যাকাণ্ডের পর এমদাদসহ তার কয়েক অনুসারীর বাড়িতে প্রতিপক্ষ অগ্নিসংযোগ করেছে। যৌথ বাহিনী এলাকা থেকে অন্তত ১০ জনকে আটক করেছে বলে সদর থানা সূত্রে জানা গেছে। তবে বহিষ্কৃত দুই নেতা আলী আব্বাস রাজন ও এমদাদুল হক এমদাদ গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। থানায় এখনও মামলা দায়ের হয়নি। ২৩ আগস্ট শনিবার হিমেলের দাফন শেষ করে স্বজনরা মামলা করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *