# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে কমিউনিস্ট পার্টির উপজেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার সন্ধ্যায় কটিয়াদী রঞ্জু মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কমরেড সেলিম উদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুর রহমান রুমী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আবুল হাসেম এবং সাধারণ সম্পাদক কমরেড রন্জিত কুমার সরকার।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোস্তফা কামাল নান্দু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ মোহাম্মদ জমশেদ। এছাড়া জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাউন্সিল অধিবেশনে সম্পাদকীয় প্রতিবেদন অনুমোদন করা হয়। পরে ২৫ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়। এতে কমরেড সেলিম উদ্দিন খান’কে পুনরায় সভাপতি, কমরেড মোস্তফা কামাল নান্দু সাধারণ সম্পাদক এবং কমরেড শেখ মোহাম্মদ জমশেদ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলন শেষে লাল পতাকায় সজ্জিত বর্ণাঢ্য মিছিল কটিয়াদী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।