• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজরসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

বানরের অত্যাচারে অতিষ্ঠ হোসেনপুর পৌরবাসী

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌর এলাকায় কয়েকটি বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দেড় বছর ধরে চলা এই বিড়ম্বনা এখন এলাকাবাসীর নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পৌর শহরের বাজার এলাকা ও তার আশপাশের বাসিন্দারা প্রতিনিয়ত নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, শুরুতে দুইটি বানর দেখা গেলেও বর্তমানে এই সংখ্যা চার বা তার অধিক। তারা দোকানপাট, বসতঘর, রান্নাঘর, ফলের গাছ, এমনকি অফিস-আদালতেও ঢুকে পড়ছে। হোসেনপুর বাজারের বিভিন্ন মুদি দোকান, চা-স্টল ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকরা বলছেন, বানরগুলো শুধু খাবার খেয়ে নষ্টই করে না, বরং অনেক সময় পণ্যেরও ব্যাপক ক্ষতি সাধন করছে।
স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এই বানর আতঙ্ক আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বন বিভাগ যদি দ্রুত হস্তক্ষেপ না করে, তবে এর পরিণতি হতে পারে আরও ভয়াবহ।
স্থানীয় মুদি দোকানদার জালাল উদ্দিন জানান, প্রথম দিকে দুইটা বানর বাজারে আসত। পরে দেখি সংখ্যাটা বেড়েছে। আমার দোকানে ছয় মাস ধরে বানরের জ্বালায় টিকতে পারছি না। কলা, রুটি, কেক— যা পায়, খেয়ে ফেলে বা নষ্ট করে। একদিন তাড়াতে গিয়ে গালে চড় মারছে। তার আগেও একবার চড় খেয়ে তিনদিন হাসপাতালে ছিলাম।
বানরগুলোর তাণ্ডবে শুধু দোকানদাররাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষও। অনেক সময় রান্নাঘরে ঢুকে ভাত-তরকারি খেয়ে ফেলছে, ফলের গাছ থেকে ফল ছিঁড়ে খাচ্ছে, ক্ষেতের ফসল নষ্ট করছে। এমনকি, শিশু ও নারীদের ওপর আক্রমণের ঘটনাও ঘটেছে।
সম্প্রতি একটি বানর সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ছাবিয়া পারভিন জেনির ৩ বছরের শিশু ফারিনকে কামড়ে আহত করেছে। একইভাবে কাঠ ব্যবসায়ী আবু হানিফসহ একাধিক মানুষকে কামড়ে রক্তাক্ত করেছে বানরগুলো।
শ্রীনাথ বাবু নামে এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, অফিস, দোকান, রান্নাঘর— সব কিছু তছনছ করে বানরগুলো। মানুষের শান্তিপূর্ণ জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। অথচ এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এই সমস্যার প্রতিকার চেয়ে বহুবার বিভিন্ন দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসেন জানান, এটা আমাদের দপ্তরের আওতার মধ্যে পড়ে না, এটি বন বিভাগের বিষয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, বিষয়টি সত্যিই দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা বন বিভাগকে দ্রুত অবহিত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাগিদ দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *