# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে ২১ আগস্ট বৃহস্পতিবার রাতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের স্টেশন রোডের গোল্ডেন পার্ক নামে হোটেলের তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকার আব্দুল হক খানের ছেলে নাহিদ খান অভি (৩৪) মাদকাসক্ত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ওই কক্ষেও কিছু গাঁজা পাওয়া গেছে। অভি সম্পূর্ণ উলঙ্গ ছিলেন। তার হাত দুটি সামনের দিকে গামছা দিয়ে আলতো করে বাঁধা ছিল। মরদেহ কক্ষের ফ্যানের হুকের সাথে গলায় দড়ি দিয়ে ঝোলানো ছিল। তবে দরজা ভেতর দিয়ে বন্ধ ছিল, ভেঙে ঢুকতে হয়েছে। এটি আত্মহত্যা বলেই প্রাথমিক আলামতে মনে হয়েছে বলে ওসি জানিয়েছেন। অভি বুধবার রাতে কক্ষটি ভাড়া নিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে চলে যাবার কথা থাকলেও দীর্ঘ সময় তার সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।