# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দেড় যুগ পর বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ আগস্ট বুধবার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ মজিবুর রহমান ইকবাল সভাপতি, মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান মামুন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
সম্মেলন উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট শাহ্ ওয়ারেশ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবুল ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল।
সঞ্চালনায় ছিলেন, বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির।