# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে বিএডিসির বীজ ডিলার সমিতির একটি মতবিনিময় সভা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় সদর উপজেলার যশোদল এলাকায় বিএডিসির সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সমিতির জেলা শাখার সভাপতি সামিউল হক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বিএডিসির যুগ্ম-পরিচালক ইকবাল মোহাম্মদ মুনতাসির ও বিশেষ অতিথি বীজ বিপণন বিভাগের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান তালুকদার ডিলারশীপ, নতুন ধানের নতুন জাত ও ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ সম্পর্কে বক্তব্য রাখেন। সমিতির সাধারণ সম্পাদক মো. রুকন উদ্দিনের সঞ্চালনায় সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত ডিলারগণও মতামত ব্যক্ত করেন এবং তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় জানানো হয়, বর্তমানে বিএডিসি ও বিসিআইসির আলাদা আলাদা ডিলার রয়েছেন। কিন্তু প্রস্তাবিত সমন্বিত নীতিমালা-২০২৫ অনুসারে উভয় শ্রেণির ডিলারদের একীভূত করার চিন্তা করা হচ্ছে। সভায় ডিলারদের বরাদ্দ নিয়েও আলোচনা করা হয়। ডিলারদের আর্থিক সক্ষমতা, গুদামের সক্ষমতা, সার ও বীজের পৃথক গুদাম রাখার কথা বলা হয়েছে। সেই সাথে স্মরণ করিয়ে দেওয়া হয়, বিএডিসির বীজ ডিলারদের ওপর অন্য কোন প্রাইভেট কোম্পানির বীজ বিপণনের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিধানটি কঠোরভাবে মেনে চলার জন্যও ডিলারদের প্রতি আহবান জানানো হয়েছে।